Earthquake: কেঁপে উঠল অলিম্পিকের আসর
অলিম্পিকের আসরে কম্পন। ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বুধবার স্থানীয় সময় সকাল ৫টায় হঠাৎ কেঁপে ওঠে জাপানের ইবারাকি এলাকা। জাপান মেটেওরলজিক্যাল এজেন্সির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ ম্যাগনিটিউট। কম্পনের উৎসস্থল ছিল ভূমি থেকে ৪০ কিলোমিটার গভীরে। বেশ কিছু জায়গায় ২০ সেকেন্ড বা তার বেশি সময় ধরে কম্পন অনুভূত হয়। আর এতেই অলিম্পিক গেমসের আসরে আতঙ্কের সৃষ্টি হয়। সুনামির সতর্কবার্তা জারি হয়নি। উল্লেখ্য জাপানে ভূমিকম্প স্বাভাবিক ব্যাপার। কিন্তু, অলিম্পিকের আসরে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। কম্পনের মাত্রা খুব একটা কমও ছিল না। তাই আফটারশকের চিন্তা করছেন উদ্যোক্তারা। প্রকৃতির কাছে সকলেই অসহায়, তাই কোনও দুর্যোগের আভাস পেলেই স্বাভাবিকভাবে মানুষের মনে ভয়ের উদ্রেক হয়। আর যেখানে অলিম্পিকের আসর বসেছে, সেখানে চিন্তা আরও বেড়ে যাওয়ারই কথা।